ঝিনাইদহে ফসলের ক্ষেত কেটে শত্রুতা করা হয়েছে। দুর্বৃত্তরা দুই শতাধিক কলাগাছ কেটে ফেলেছে বাগান থেকে। বৃহস্পতিবার রাতের আধারে শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে স্বেচ্ছাসেবকলীগ কর্মী জাহিদুল ইসলাম বাবলুর কলা বাগানে এ ক্ষতি সাধন করে দুর্বৃত্তরা ।
বাগান মালিক জাহিদুল ইসলাম বাবু জানান, গত কয়েকবছর ধান সহ অন্যান্য ফসল তেমন না হ্ওয়ায় এবার কলার চাষ করেছিলেন, কিন্তু রাজনৈতিক কারনে কে বা কাহারা রাতের আধারে তার কলা ক্ষেত কেটে দিতে পারে। তিনি জানান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে তিনি সাংগঠনিক পদপ্রার্থী হওয়ায় দলের ভিতরের একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও ক্ষতি সাধন করে চলেছে। স্থানীয় আব্দুল আলিম জানান, কলাগাছ কেটে ফেলায় প্রায় ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি পুলিশ কে জানানো হয়েছে বলে জানান ক্ষেত মালিক জাহিদুল ইসলাম।