জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের সেলুন কর্মচারি মিঠুন স্যাঁতরা (২৫) ছিনতাইকারী চক্রের শ্বাসরোধে নিহত হয়েছে। নিহত মিঠুন সুটিয়া গ্রামের বাগদিপাড়ার আদিবাসী নয়ন স্যাঁতরার ছেলে। সে দত্তনগর বাজারে একটি সেলুনের দোকানে কাজ করে।
বৃহস্পতিবার দিবাগত রাতে কাজ শেষ করে মিঠুন বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে দত্তনগর-সুটিয়া সড়কের ছোটব্রীজের নিকট পৌঁছুলে ৭-৮ জনের ছিনতাইকারী চক্র তাকে ধরে হাত-পা ও মুখ বেধে রাস্তার অদুরে ক্ষেতের মধ্যে নিয়ে বেধে রাখে। ছিনতাইকারীদের হাতে আটক ঐ গ্রামের আহাদ আলীর ছেলে নূর মোহাম্মদ নুরো (৫৫) এসময় পালিয়ে গেলে ছিনতাইকারীরা মিঠুনের চিৎকার বন্ধ করতে তার শরীরের সোয়েটার খুলে মুখের মধ্যে গুজে দিয়ে মুখ চেপে ধরলে শ্বাসরোধে তার মৃত্যু হয়। ছিনতাইকারী চক্রের কবল থেকে পালিয়ে যাওয়া নূর মোহাম্মদ গ্রামে এসে খবর দিলে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে মুমূর্ষূ অবস্থায় মিঠুনকে উদ্ধার করে রাত ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেণ।