ডেস্ক রিপোর্ট :ইসরায়েলের একটি ‘গোয়েন্দা শকুন’ আটক করেছে সুদান। শকুনটির শরীরে গোয়েন্দাযন্ত্র সংযুক্ত ছিল। গতকাল বৃহস্পতিবার শকুনটিকে সুদানের পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চল থেকে আটক করা হয়। সুদানের সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে আজ শুক্রবার ইরানের প্রেস টিভির এক খবরে এ তথ্য জানা গেছে।
প্রেস টিভি জানায়, দারফুর কর্তৃপক্ষের হাতে আটক ‘ইসরায়েলি নেচার সার্ভিস’-এর গ্লোবাল পজিশনিং সিস্টেমযুক্ত (জিপিএস) একটি চিপ শকুনটির শরীরে বেঁধে দেওয়া হয়েছিল। গুপ্তচরবৃত্তির উদ্দেশে তেল-আবিবে পাঠানো শকুনটির পায়ে প্যাঁচানো একটি পাতলা কাগজে হিব্রু ভাষায় লেখা ছিল, ‘ইসরায়েল নেচার সার্ভিস’ ও ‘হিব্রু ইউনিভার্সিটি, জেরুজালেম’।
খবরে আরও বলা হয়, শকুনটির শরীরে গুপ্তচরবৃত্তির উদ্দেশে যে যন্ত্রগুলো যুক্ত করা হয়েছে, তা ছবি তুলতে ও সেগুলো ইসরায়েলে পাঠাতে সক্ষম ছিল। তবে ইসরায়েল নেচার সার্ভিসের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করে বলা হয়, পাখিটিতে সংযুক্ত জিপিএস চিপ ও অন্যান্য যন্ত্র এর গতিবিধি পর্যবেক্ষণের জন্য পরিবেশবিদেরা সংযুক্ত করেছিলেন।
ইসরায়েলের এ ধরনের গোয়েন্দাযন্ত্র সংযুক্ত শকুন আটকের ঘটনা সুদানেই প্রথম নয়। ২০১১ সালে সৌদি গণমাধ্যম জানিয়েছিল, গুপ্তচরবৃত্তির উদ্দেশে পাঠানো পায়ে তেল-আবিব ইউনিভার্সিটির লোগোযুক্ত শকুন আটক করে সৌদি কর্তৃপক্ষ।
এর আগে এ বছরের ২৪ অক্টোবর সুদানের তথ্যমন্ত্রী আহমেদ বিলাল ওসমান অভিযোগ করেছিলেন, সুদানের রাজধানী খার্তুমের অস্ত্র তৈরির একটি কারখানায় ইসরায়েলের চারটি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। এতে অন্তত দুজন নিহত হন