হাটহাজারী থানাধীন ১ নং দক্ষিণ জঙ্গল পাহাড়তলী ওয়ার্ডের পাহাড়ের পাদদেশে কৃষকেরা শীতকালীন সবজি ও লাল শাক চাষ করে লাভবান হয়েছেন। অনুকুল আবহাওয়ার কারনে ফলন দাম ভাল পাওয়ায় তারা লাল শাক চামোধ্যমে অর্থনৈতিক ভাবে চ্ছলতা অর্জন করেছেন। এখানকার অনেক কৃষক পরিবার এখন পাহাড়ের পাদদেশে লাল শাক চাষ করতে ব্যস্থ। পাহাড়ের পাদদেশে বসবাসকারী ১ নং দক্ষিণ পাহাড়তলী সন্ধীপ কলোনী নেওয়াজ উদ্দিন জানান,পাহাড়ের পরিত্যক্ত জায়গায় পরিস্কার করে এ চাষ করতে তেমন খরছে হয় না। যার কারনে পাহাড়ে লাল শাক হ নানা জাতের সবজি চাষ করতে সুবিধা। এবার বাজারে শাক সবজি দাম বেশি থাকায় অনেকেই লাল শাক চাষ করতে ঝুঁকে পড়ছে।
সরেজমিনে ভাটিয়ালী সড়ক পথে ঐ এলাকায় গিয়ে পাহাড়ের বিভিন্ন স্থানে ছোট ছোট জায়গা করে অনেকেই লাল শাক চা করতে দেখা গেছে। চাক চাষী রমজান আলী জানান,পাহাড়ে অনেক জায়গা পরিত্যাক্ত ভাবে পড়ে আছে এ সব জায়গায় মাটিতে রয়েছে উবর্বর শক্তি তাই শাক চা করতে সুবিধা। প্রতি অন্যান্য বছরের তুলনায় এ বছর ব্যাপক ফলন হয়েছে লাল শাক। এ সব শাক চাষ করতে কোনো ঝামেলা নেই। পাহাড়ের পানি ও রয়েছে যে ব পানি তারা শাক ক্ষেতে ব্যবহার করতে তেমন কোনো ঝামেলা পড়তে হয় না। জেলা বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা লাল শাক ক্রয় করতে ঐ এলাকায় আসেন বলে জানান। আগামীতে এ ভাবে পাহাড়ে লাল শাক চাষ আরও বৃদ্ধি পাবে বলে এমনটিই আশা করছেন স্থানীয় কৃষকেরা।