এম. বেলাল হোসাইন, সাতক্ষীরা ঃ গণতন্ত্র সংরক্ষন দিবস উপলক্ষে বৃহষ্পতিবার সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র সংরক্ষন দিবস পালনের লক্ষ্যে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে বেলা ১২টায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদুর রহমান, জেলা দপ্তর সম্পাদক কাজী আবু তাহের, জেলা জাপার সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ইমামুল মোসলেমিন দাদু, সদর উপজেলা জাপার সাধারন সম্পাদক আনোয়ার জাহিদ তপন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবু সাদেক ও যুব সংহতি জেলা কমিটির সদস্য সচিব শেখ শাখায়াতুল করিম পিটুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক কাজী এনামুল হক ফিরোজ, পৌর ছাত্র সমাজের সভাপতি বদরুজ্জামান বদু, ডাবলু, মনি প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশের বড় রাজনৈতিক দলগুলেঅ আমাদের দলের চেয়ারম্যান কে স্বৈরাচারও জাতীয় পার্টির শাসন আমলকে অসংবিধানিক হিসাবে চিহ্নিত করেন। আমরা সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই তৎকালিন রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যানের ৬ ই ডিসেম্বর ১৯৯০ ক্ষমতা হস্তান্তর সম্পূর্ণ সংবিধানিক ছিলো কি না তা ভেবে দেখার জন্য। এরশাদের ক্ষমতা হস্তান্তর সম্পূর্ণ সংবিধানিক এবং গণতান্ত্রিক ছিলো যা মহামান্য হাইকোর্ট কর্তৃক স্বীকৃত হয়েছে।