ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরব বাজারের একটি অবৈধ ইটভাটা থেকে বুধবার সন্ধ্যায় ১০ জন শ্রমিককে র্যাব উদ্ধার করেছে। তাদেরকে আটকে রেখে ১১ দিন ধরে নির্যাতন করা হয়। উদ্ধারকৃতরা হলো, খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর এলাকার বাবু মোড়ল, ইব্রাহীম, শাহজাহান, সালমা খাতুন, জামিরুল সরদার, রেজাউল গাজী, জাহিদুল মোড়ল, সালাম গাজী, আজিজুল গাজী ও রহমত খা।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে ভৈরব বাজারের মহেশপুর ব্রিকস নামে একটি ব্যারেল চিমনীর ইট ভাটায় ১১ দিন ধরে ভাটার ১০ জন হতদরিদ্র শ্রমিককে ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতন করা হয়। ইটভাটার মালিক স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের আত্মীয় হওয়ায় নির্যাতিতদের উদ্ধারে পুলিশ কোন ভুমিকা নেয়নি। বুধবার খবর পেয়ে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি টিম ১০ শ্রমিককে উদ্ধার করে। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক হামিদুল হক জানান, ইচ্ছার বিরুদ্ধে এ সব শ্রমিকদের আটকে রাখা হয়েছিল। বিষয়টি আইনের দৃষ্টিতে অপরাধ হওয়ায় ইটভাটা শ্রমিকদের বুধবার সন্ধ্যায় উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ওই ইটভাটার প্রধান সরদার আকবর আলী মালিকের কিছু টাকা নিয়ে চলে গেছে। সেই অপরাধে ভাটা মালিক ইচ্ছার বিরুদ্ধে শ্রমিকদের আটকে রেখেছিল। র্যাব অধিনায়ক জানান, ভাটা মালিকদের বিরুদ্ধে মামলা না হওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃতদের তাদের এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে বাড়ি ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপি চেয়ারম্যান কাজী সালাম বাচ্চু অভিযোগ করেন, তার এলাকার শ্রমিকদের জোরপূর্বক আটকে রেখে ভাটা মালিকরা নির্যাতন করেছে। ১১ দিন পর তাদের উদ্ধার করে র্যাব। এলাকাবাসি জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙ্গিয়ে জনৈক ইমদাদ হোসেন মেম্বর ও হজ্জেল কমিশনার অবৈধ ভাবে ইটভাটা বসিয়ে পরিবেশ বিনষ্ট করছে।