মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পাবনা :
পাবনার চাটমোহরে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ২৫ ফিল্ড এ্যম্বুলেন্সের উদ্যোগে গত ৫ ডিসেম্বর থেকে সর্ব সাদারণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র স্থাপনের মাধ্যমে এই সেবা প্রদান করা হচ্ছে। এএমসি’র অধিনায়ক লেঃ কর্ণেল আ স ম জুলফিকার আলীর তত্বাবধানে মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ নাজমূল হাসানসহ মেডিক্যাল কোরের সদস্যরা চিকিৎসা সেবা প্রদান করছেন।
আজ বৃহস্পতিবার উপজেলার খতবাড়ি দাখির মাদ্রাসায় সেনাবাহিনীর চিকিৎসা কেন্দ্রে ৯ শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। ৫ ডিসেম্বর জগতলা দাখিল মাদ্রাসায় অনুরুপ চিকিৎসা কেন্দ্রে ১ হাজার ২৩ জন রোগীকে সেবা দেওয়া হয় বলে সেনাবাহহী সূত্রে জানা গেছে। ক্যাপ্টেন মো. নাজমূল হাসান জানান, স্বাস্থ্য কেন্দ্রে ছোট ছোট অপারেশনও করা হচ্ছে। আগামী দু’সপ্তাহ চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই স্বাস্থ্য সেবা প্রদান করা হবে বলেও তিনি জানান।