কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেন লাইন থেকে উদ্ধারকৃত অজ্ঞাতনামা মহিলার দ্বি-খন্ডিত লাশের পরিচয় মিলেছে বুধবার সকালে। জানা গেছে, সে ঝিনাইদহ সদর উপজেলার ছোট ঝিনাইদহ গ্রামের মোঃ মোস্তফার স্ত্রী তাসলিমা খাতুন (২৪)। যৌতুকের চাহিদা পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাকে নির্মমভাবে হত্যা করে ট্রেন লাইনের ওপর রেখে যাওয়া হয় বলে তার পিতার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের আবু বকরের কন্যা তাসলিমা খাতুনের বিয়ে হয় মোঃ মোস্তফার সাথে। বিয়ের পর থেকেই সে যৌতুক দাবী করে আসছিল। গত এক মাস আগে যৌতুকের টাকা আনার জন্য পিতার বাড়িতে পাঠিয়ে দেয় তাসলিমাকে। তার পনের দিন পর সে টাকা নিয়ে শ্বশুর বাড়ি ফিরে আসলে ওই টাকায় মোস্তফা সন্তুষ্ট হতে পারেনি। ফলে, তাকে শ্বাসরোধ করে হত্যা করে ট্রেন লাইনে ফেলে রেখে যায় বলে তার পিতার পরিবার থেকে দাবী করা হয়েছে।