কামরুজ্জামান বিদ্যুৎ, জীবননগর প্রতিনিধি : দীর্ঘ ৮ মাসেও শান্তি ফেরেনি জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে। গঙ্গাদাসপুর গ্রামে বিরোধপূর্ণ জমি নিয়ে ভূমিহীন জোতদার গ্রুপ এবং ওই জমি দাবিদার গোলদার গ্রুপের মধ্যে একের পর এক হামলা ও মামলার ঘটনা এখনো অব্যাহত রয়েছে। সর্বশেষ গত ৩০ নভেম্বর ভূমিহীন দুটি পরিবারের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাতের ঘটনায় থানাতে অভিযোগ করা হয়েছে। ভূমিহীন পরিরবারের সদস্যরা বাড়িতে ফিরলেও আবারও হামলার আশঙ্কায় সর্বদা তারা তটস্ত।
অভিযোগে প্রকাশ, চলতি বছরের ২৯ মার্চ গঙ্গাদাসপুর গ্রামের মাঝেরপাড়ার ভূমিহীন পরিবারের বিরোধপূর্ণ ১শ ১২ বিঘা জমি দখলে নিতে গোলদার গ্রুপ হামলা চালায়। এ হামলায় নারী-পুরুষসহ অর্ধশতাধিক আহত হয়। দফায় দফায় চলে এ হামলার ঘটনা। দায়ের করা হয় মামলা। এ ঘটনার পর আতঙ্কে ভূমিহীন পরিবারের পুরুষেরা বাড়ি ছিলে পালিয়ে যায়। রাজনৈতিক হস্তক্ষেতে দীর্ঘ ৬ মাস পর ভূমিহীন পরিবারের পুরুষেরা বাড়িতে ফিরলেও তারা শান্তি নেয় বলে অভিযোগ। সর্বশেষ গত ৩০ নভেম্বর ভূমিহীন জোতদার বাহিনীর শাহাবুল হক ও আত্তাব আলীর বাড়িতে হামলা চালিয়ে লুটতরাজ ও ভাংচুর করে। এ ঘটনায় থানাতে অভিযোগ করা হয়েছে।