ঝিনাইদহে পৃথক অভিযানে র্যাব ও গোয়েন্দা পুলিশ ৩৪৮ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, বুধবার সকালে শহরের মহিষাকুন্ডু এলাকায় অভিযান চালিয়ে রহিদুল ও মঈন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১০৮ বোতল ফেনডিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার হামিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর উপজেলার মধুপুর বাজারে অভিযান চালায় র্যাব সদস্যরা। অভিযানকালে ২৪০ বোতল ফেনসিডিল সহ শামীম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ঝিনাইদহের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।