কামরুজ্জামান বিদ্যুৎ, জীবননগর প্রতিনিধি: এবার গ্যাঁড়াকলে পড়েছে জীবননগর হাসাদাহের ফল ব্যবসার অন্তরালে থাকা গাঁজা ব্যবসায়ী জামাল উদ্দিন (৪৫)। গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ তাকে গাঁজাসহ হাতেনাতে আটক করে মামলাসহ জীবননগর থানাতে সোপর্দ করেছে। মাঝে মধ্যে গাঁজাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও জামাল মুহূর্তের মধ্যে গোপন চুক্তিতে ছাড়া পেয়ে বীরদর্পে ফিরে এসে আবার বুক ফুলিয়ে মাদকব্যবসা চালিয়ে আসছিলো; কিন্তু এবার মাদকব্যবসায়ী জামাল ধরা পড়ে ছাড়া না পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে হাসাদাহ বাজারের লোকজন।
এলাকাবাসী অভিযোগ করে বলে, হাসাদাহ জাফরাবাজপাড়ার মৃত জামাত আলী ওরফে টেংরা মন্ডলের ছেলে জামাল হাসাদাহ বাজারে মুদি ও ফল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকব্যবসা চালিয়ে আসছে। এলাকার যুবসমাজ তার নিকট থেকে সস্তায় মাদক সংগ্রহ করে বিপথগামী হচ্ছে। প্রায়ই সে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও অদৃশ্য কারণে আবার ছাড়া পেয়ে বীরদর্পে ফিরে এসে মাদকব্যবসা চালিয়ে যাচ্ছিলো। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এএসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে। আটককৃত জামালকে গতকাল রাতেই মামলাসহ থানাতে সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হতে পারে।