ডেস্ক রিপোর্ট :সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে মার্কিন দূতাবাসের গাড়িতে হামলার ঘটনাকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করে এর দায় স্বীকার করেছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার জামায়াতে ওয়েবসাইটে এই বিবৃতি দেওয়া হয়েছে।
জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে আজ সকালে খিলক্ষেত উড়াল সড়কের (ফ্লাইওভার) নিচে মার্কিন দূতাবাসের একটি গাড়িতে ঢিল ছোড়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় গাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টাও চালানো হয়।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মো. শাফিকুর রাহমান এক বিবৃতিতে বলেন, ‘আজ ৪ ডিসেম্বর আনুমানিক সকাল পৌনে নয়টার দিকে একদল লোক ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি গাড়ির ওপর হামলা চালালে গাড়ির চালক সামান্য আহত হন এবং গাড়িটিও ক্ষয়ক্ষতি হয়। অভূতপূর্ব এই দুঃখজনক ঘটনার ব্যাপারে প্রাথমিক তদন্ত শেষে এর দায়দায়িত্ব আমরা গ্রহণ করছি এবং নিন্দা জানাচ্ছি। এই ঘটনার জন্য দূতাবাস এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিকট আমরা দুঃখ প্রকাশ করছি এবং এর ক্ষতিপূরণ দিতে আমরা প্রস্তুত।’