ইয়ানুর রহমান, শার্শা (যশোর)ঃ ০৪ ডিসেম্বর। ৩৫ লাখ হুন্ডির টাকা উদ্ধারের পর আত্মসাতের অভিযোগে বেনাপোল বন্দর থানার দুই উপ পরিদর্শক ও এক কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। একইসাথে অভিযোগ তদমেত্ম তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত তিন পুলিশ সদস্য হলেন, বেনাপোল বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) সিরাজ ও কামাল এবং কনস্টেবল মোস্তাক। তদমেত্মর স্বার্থে মঙ্গলবার এ তিনজনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, ওই তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাদেরকে তলব করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদমত্ম সম্পন্ন হওয়ার পর এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বেনাপোল সীমামত্ম এলাকা থেকে সাদীপুর গ্রামের জামায়াত নেতা জাহাঙ্গীরকে আটক করেন ওই তিন পুলিশ সদস্য। এ সময় জাহাঙ্গীরের কাছ থেকে হুন্ডির ৩৫ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে, ওই তিন পুলিশ সদস্য ওই টাকা আত্মসাত করে জাহাঙ্গীরকে থানায় না নিয়েই ছেড়ে দেন। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় সোমবার রাতে ওই তিনজনকে পুলিশ লাইনে তলব করে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, অভিযোগ ওঠার পর অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ঘটনার তদমত্ম করছে। এ তদমত্ম শেষ হলে প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।