পবিপ্রবি সংবাদদাতাঃ- গত ০৪-১২-১২ইং (মঙ্গলবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কাউকে কিছু না জানিয়ে দুমকি পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র সহকারী বিমল চন্দ্র সেন বিশ্ববিদ্যালয় চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক রোপিত (০৮ জুলাই, ২০০০) ‘‘বকুল ’’ গাছটির ডালপালা ছাটাই করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অবজ্ঞা প্রকাশ করা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টার কারনে বিমল চন্দ্র সেনের প্রতি ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, সাধারণ সম্পাদক প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্তসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দুমকি থানায় মামলা দায়ের করা হয়েছে। দোষী বিমল চন্দ্রকে দুমকি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছ
মাননীয় ভাইস চ্যান্সেলর এহেন ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের কেউ দায়িত্বে অবহেলা অথবা এই ঘৃন্য কাজে সহযোগিতা করেছে কিনা তা তদন্তের মাধ্যমে নির্ধারণ পূর্বক কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. আলী আজগর ভূইয়া, পোষ্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরীকে আহবায়ক, সহকারী প্রক্টর জুয়েল হাওলাদারকে সদস্য এবং নির্বাহী প্রকৌশলী আমির হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটি আগামী ২৪ ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করবে।