মেহেদী হাসান তুহিন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
গত মঙ্গলবার ভোরে গোষ্ঠ গানের মধ্য দিয়ে দর্শনার আকন্দবাড়ীয়ায় তিন দিনের লোক ও বাউল উৎসব শেষ হয়েছে। উলেস্নখ্য , গত ৩০ শে নভেম্বর দর্শনা চিনিকলের ব্যবস্থপনা পরিচালক অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণা করেছিলেন। ২য় দিন আলোচনায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার (ভারপ্রা্প্ত) এস এম নাজমুল হক ও শেষের দিন অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ। তিন দিনের লোক ও বাউল উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা, সাপের খেলা , জারিগান ,পালাগান , ও রাতে লালন ও বাউল গান পরিবেশিত হয়। বাউল পরিষদের আয়োজনে উৎসবে প্রায় শতাধিক বিভিন্ন রকমের দোকান , নাগরদোলা , মাটি ও কাঠের দোকান বসেছিল। উৎসবে কুষ্টিয়া লালন একাডেমীর শিল্পীদের এবং লোক ও পালা নাসিমন সুন্দরী পরিবেশনা দর্শকদের নজর কাড়ে। ওইদিন ভোরে লোক শিল্পী ধীরম্ন বাউলের কন্ঠে লালন শাহের দন্য গান দিয়ে উৎসবের শেষ হয়।