কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ
যশোর শিক্ষা বোর্ড থেকে জেএসসি খাতা প্রাপ্তির ক্ষেত্রে অনিয়ম ও চরম হয়রানির শিকার হচ্ছে শিক্ষকরা। অভিযোগে প্রকাশ, জেএসসি পরীক্ষার খাতা নিরীক্ষণের জন্য এখন চলছে খাতা বন্টনের কাজ। এই খাতা প্রাপ্তিতে সংশিষ্ট শিক্ষকদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগ আর ভোগান্তিতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ লাইনে দাড়িয়ে শিক্ষকদের খাতা নিতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, প্রথম পর্বে প্রতি শিক্ষককে খাতা দেয়া হয়েছে সাড়ে ৩শ’ দ্বিতীয় পর্বে ৩শ’ তৃতীয় পর্বে ২শ’ ৫০ এবং সর্বশেষ প্রতি শিক্ষককে দেয়া হয়েছে ২শ’ করে খাতা। এসব খাতা প্রদানে প্রতিটি শিক্ষকের কাছ থেকে খাতা বন্টনকারী শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ নগদ আদায় করছে ৩০ টাকা করে। খাতা প্রদানের সময় পরীক্ষকের ১৫/২০ টাকা মূল্যের একটি চটের ব্যাগ দেয়া হয়। অথচ এই ব্যাগের মূল্য বাবদ শিক্ষকের কাছ থেকে কেটে নেয়া হচ্ছে ৭৫ টাকা। খাতা প্রদানে এসব অনিয়ম, হয়রানি এবং প্রতিদিন লাখ লাখ টাকার উৎকোচ আদায় করা হলেও দেখার কেউ নেই।