সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় থানা যুবলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসানের বাড়ি থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার বিকেলে অভিযান চালিয়ে এ সব ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জালাল উদ্দিনের ছেলে হাসানুজ্জামান হাসানের সিংড়া কলেজ পাড়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসানুজ্জামান হাসানের শয়ন কক্ষ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়।
সিংড়া থানার এস আই কবির জানিয়েছেন, এ ব্যাপারে সিংড়া থানায় মামলা হয়েছে।