মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
হাসপাতাল থেকে নসিমন যোগে রোগী দেখে ফেরার সময় ভালাইপুর নামকস্থানে অপরদিক থেকে আসা নসিমনের সাথে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন (৫০) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে রফিকুল ইসলাম (৪৫)ওরেজাউল ইসলাম (২৮)।
গুরুতর আহত অবস্থায় রেজাউল ইসলামকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর নামকস্থানে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আছর মোল্লার পুত্র সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন একই গ্রামের আব্দুল আজিজ মন্ডলের পুত্র রেজাউল ইসলাম মহেশপুর হাসপাতাল থেকে রোগী দেখে বাড়ী ফেরার সময় ভালাইপুর নামকস্থানে পৌছালে অপরদিক থেকে আসা নসিমনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।