ঝিনাইদহ প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে রোববারও শিক্ষকদের কর্মসূচি ছিল। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত তারা প্রশাসন ভবনের ভেতর অবস্থান ও সমাবেশ করেন। সমাবেশ শেষে সমিতি নেতাকর্মীরা ইবি ট্রেজারার ড. শাহজাহান আলীকে ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ড. শাহজাহান আলী ব্যাবসায় প্রশাসন ভবনের ভেতর অবস্থানকালে শিক্ষকরা এসে ধর ধর করে শ্লোগান দিয়ে ধাওয়া দিলে তিনি ভবনের পিছনের গেট দিয়ে বের হয়ে যান। সমাবেশের আগে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে প্রতিবাদ র্যালি শুরু হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য দেন সমিতির সভাপতি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. মো. ইকবাল হোসাইন প্রমুখ।
অধ্যাপক এয়াকুব আলী সমাবেশে বলেন, এই তিন দুর্নীতিবাজ কর্তাব্যক্তির পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। এ ব্যপারে ট্রেজারার ড. শাহজাহান আলীর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। বিশ্বদ্যিালয়ে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে গত ৯ সেপ্টেম্বর থেকে অচল হয়ে আছে ইবি ক্যাম্পাস। ক্লাস-পরীক্ষাসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।