রোববার সকালে সিংড়া উপজেলার জোলার বাতা হিয়ালা বিল নামক স্থানের নাটোর-বগুড়া মহা সড়কের পাশ থেকে সজল সিকদার (২৫) নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করে ময়না তদমেত্মর জন্য নাটোর মর্গে প্রেরণ করেছে সিংড়া থানা পুলিশ। কঙ্কালটি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গুয়াধান গ্রামের মৃত: শৈলেন্দ্রনাথ সিকদারের ছেলের বলে জানা গেছে।
পুলিশ জানায়, নাটোর-বগুড়া মহাসড়কের পাশে কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। তবে কঙ্কালের প্যান্টের পকেটের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে লাশ সনাক্ত করে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুর রহমান জানান, দুষ্কৃতকারীরা হত্যা করার পর লাশটি ফেলে রেখে যেতে পারে। দীর্ঘ দিন হওয়ায় লাশটির হাড়গোড় পড়ে ছিল।