দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার বিকালে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা গা ঢাকা দিয়েছে। হত্যার শিকার লিলি (২৬) দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের আনছার আলির মেয়ে।
নিহতের পরিবারের নিকট আত্মীয়রা জানান, একই গ্রামের আবুবক্কার এর ছেলে মোমিনুর রহমানের সাথে বছর দুই আগে বিয়ে হয়। বিউটি পার্লারের কাজ জানা লিলিকে বিয়ের পর থেকে স্বামী মোমিনুর রহমানসহ শ্বশুর বাড়ির অন্যান্যরা প্রায়ই তার উপর শারিরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। শনিবার দিবাগত রাতের কোন এক সময় নির্যাতন করে শ্বাসরোধে হত্যার পর তারা লিলিকে গলায় রশি দিয়ে আড়ায় ঝুলিয়ে দিয়েছে। একই সাথে ঘটনাটি আত্মহত্যা বলে রবিবার প্রচার করে লিলির শ্বশুর বাড়ির লোকজন। তারা আরও বলেন, লিলির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে বিষয়টি ধামা চাপা দিতে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা প্রশাসনসহ ভিকটিম লিলির নিকট আত্মীয়দের উপর চাপ সৃষ্টি অব্যাহত রেখেছে। দেবহাটা থানার ওসি কাজী দাউদ হোসেন নিরব ভূমিকা পালন করে চলেছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, লাশ ময়না তদন্ত করা হবে। যদি নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ বাদী হয়ে অভিযোগ দাখিল করেন তাহলে সেটি গ্রহণ করা হবে।