ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বলেছেন, তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী রাজনীতির অগ্রদূত ও তারুণ্যের অহংকার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পরিবেশ তৈরিতে আন্দোলন গড়ে তুলতে হবে। রোববার বিকালে ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮ তম জন্মদিন উপলক্ষ্যে জেলা মহিলা দল আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মহাজোট সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মসিউর রহমান বলেন, বিএনপি কর্মসূচি দিয়েছে, জনগণের অধিকার, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আগামী দিনে আন্দোলন-সংগ্রামের উল্লেখ করে তিনি বলেন, এখন আর কোনো ছাড় দেয়া নয়, কোনো রকম পিছু হটার নয়। যত প্রতিকূলতাই থাকুক, জনগণের বিজয় অর্জনের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা খাতুনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মহিলা দলের নেত্রী সাবেক সংসদ সদস্য রেহেনা আক্তার হীরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, আশরাফুল ইসলাম পিন্টু, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, তহুরা খাতুন, শাহানাজ পারভীন লিজি, বক্তব্য রাখেন। পরে জন্মদিনের কেক কাটেন বিএনপি নেতা মসিউর রহমান। এছাড়া তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।