মোহাম্মদ হোসেন, হাটহাজারীঃ
গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানা পুলিশ উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ও নোয়াখালী এলকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের ৫ সদস্যকে আটক করেছে। এই ঘটনায় বখতিয়ার নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় একটি মামলা (নং-৩/০১/১২/১২) দায়ের করেছে।থানা পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার (৩০ নভেম্বর) গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী থানা পুলিশের উপ-পরিদর্শক শরীফুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার উত্তর মাদার্শা এলাকায় অভিযান চালিয়ে নোয়াখালী জেলার চরজববার থানার চরখেয়ারী গ্রামের মৃত গফুর মাঝির পুত্র আবুর কাশেমকে (৩৫) আটক করে। পরে তাপর দেওয়া স্বীকারোক্তি মোতাবেক উত্তর মাদার্শা এলাকা থেকে আরো ৩ জন ও নোয়াখালী এলাকা থেকে অপর ১ জনকে আটক করেছে। এরা হলেন-সাদ্দাম হোসেন (২৫), লোকমান (২৮), মনসুর (২৭) ও নজরুল ইসলাম (২৮)।














