কামরুজ্জামান বিদ্যুৎ, জীবননগর প্রতিনিধি ঃ জীবননগর উপজলার বিভিন্ন হাট-বাজারে আকর্ষণীয় মোড়কে নিম্নমানের ধানবীজ বিক্রি করছে এলাকার অসাধু ব্যবসায়ীরা। ফলে কৃষকরা প্রতারিত হচ্ছেন। জানা গেছে, আসন্ন ইরি-বোরো মৌসুমের বীজতলা তৈরির জন্য এলাকার কৃষকরা ইতোমধ্যে ধানবীজের দোকানগুলোতে ভিড় করতে শুরু করেছেন। আর এ সুযোগ কাজে লাগিয়ে এলাকার অসাধু বীজ ব্যবসায়ীরা নামিদামি কোম্পানির আকর্ষণীয় নকল মোড়কে নিম্নমানের ধানবীজ ভরে বিভিন্ন হাট-বাজরে তা অবাধে বিক্রি করছেন। উপজেলার উথলী, আন্দুলবাড়ীয়া, হাসাদাহ, সন্তোষপুর ও রায়পুর বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানেই এ সব নিম্নিমানের ধানবীজ বিক্রি করা হচ্ছে। তুলনামূলক দাম কম হওয়ায় এসব বীজ ক্রয় করে বীজতলা তৈরি করলেও চারা না গজানোর কারনে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন বীজ ব্যবসায়ী জানান, অসাধু ব্যবসায়ীরা নামিদামি কোম্পানির খালি মোড়কে নিম্নমানের ধানবীজ ভরে তা বাজারজাত করছে। উপজেলার দেহাটি গ্রামের কৃষক আব্দুর রহমান জানান, আন্দুলবাড়িয়া বাজার থেকে দুই প্যাকেট ২৯ জাতের ধানবীজ ৪১০ টাকায় কিনে বীজতলায় ছিটিয়ে ৭-৮ দিন পেরিয়ে গেলেও তাতে চারা গজায়নি। সেনেরহুদা গ্রামের কৃষক আকুববার আলী জানান, উথলী মোড় থেকে ইরি ২৮ জাতের ৩ প্যাকেট বীজধান সাড়ে ছয় শত টাকায় কিনে বীজতলায় ছিটানো হলেও তাতে অর্ধেক চারাও গজায়নি। সন্তোষপুর গ্রামের কৃষক আবিদ হোসেন বলেন, বাজারে নিম্নমানের ধানবীজ বেচাকেনার ওপর উপজেলা কৃষি অফিসের নজরদারি থাকলে কৃষকের প্রতারিত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে।