চলতি বছর মার্চ মাসে অনুষ্ঠিত হয় মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি বার্ষিক কাউন্সিল। সরাসরি ভোটে নির্বাচিত কমিটি চলতি মাসে শুরু করেছে তাদের দলের বর্ধিত সভা। গতকাল শুক্রবার (৩০ নভেম্বর) বিকালে রঘুনাথপুর হাজি সোলতান আহম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রথম বর্ধিত সভা।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও আবু সুফিয়ান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে সুবিধাজনক অবস্থানে রাখার রাজনৈতিক কৌশল, যুদ্ধাপরাধের বিচার তরান্বিত করা ও দেশব্যাপী জামায়াত-শিবিরের নৈরাজ্যকে রাজনৈতিকভাবে মোকাবেলা সহ বেশ কিছু ইস্যু নিয়ে বক্তব্য রাখেন দলটির উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সহ-সভাপতি শাহাদাত হোসেন মনসুর, মিহির কামিত্ম নাথ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মাষ্টার এনামুল হক, সদস্য চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল আলম, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ইমন, সদস্য আবুল হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এএসএম সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এরাদুল হক নিজামী, যুগ্ম আহবায়ক মোঃ হাসান। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাইনুর ইসলাম রানা, যুগ্ম আহবায়ক এমরান হোসেন সোহেল প্রমুখ।