শ, ই, সরকার জবলু/আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন- আমরা শিতি জাতি গঠনে কাজ করে যাচ্ছি। কারণ শিতি জাতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের ল্য দেশের উন্নয়ন, দেশের মানুষের উন্নয়ন। আমরা বিভিন্ন প্রকার ভাতা বৃদ্ধি করেছি, শ্রমিকদের মজুরী বৃদ্ধি করেছি, দেশের সার্বিক উন্নয়ন আমাদের সময়ে হয়েছে। তিনি বলেন- যুদ্ধাপরাধীদের বিচার এ বাংলার মাটিতেই হবে। বিজয়ের মাসে কর্মসূচী দিয়ে বিএনপি তাদের রা করতে পারবে না। বিরোধী দলীয় নেত্রী যতই আন্দোলন ও টালবাহানা করেন না, কেন যুদ্ধপরাধীদের তিনি বাচাতে পারবেন না। গতকাল বিজয়ের মাসের প্রথম দিবসে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৌলভীবাজার সফর উপল¨্য জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ এর চীফ হুইপ উপাধ্য মোঃ আব্দুস শহীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেছার আহমদ এর সঞ্চালনায় সমাবেশে অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন- সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আজিজুর রহমান, সাবেক মহিলা সাংসদ বেগম হুসনে আরা ওয়াহিদ, সংসদ সদস্য নওয়াব আলী আববাস খাঁন, সংসদ সদস্য মোঃ শাহাবুদ্দিন আহমদ, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাসুদ আহমদ, যুবলীগ সভাপতি ফজলুর রহমান ফজলুসহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী বলেন- আপনারা জানেন, দেশে চা-শ্রমিকদের কোন অধিকার ছিলনা। আমরা চা-শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছি। চা-শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু করেছি, চা-শ্রমিক সন্তানদের শিার জন্য চা-বাগানে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, চা-শ্রমিকদের সু-চিকিৎসার ব্যবস্থা করেছি। দেশের হাওরগুলোর উন্নয়নের পদপে গ্রহন করা হয়েছে। আমরা দেশ ও দেশের মানুষের সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছি।
বিরোধী দলীয় নেত্রীর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন- বিরোধী দলীয় নেত্রী বলেছেন তিনি মতায় গেলে দেশের চেহারা পাল্টে দেবেন। দেশের চেহারা তিনি ঠিকই পাল্টাবেন, আর সেটা হচ্ছে তিনি বিভিন্ন ভাতা বন্ধ করে দেবেন, কমিউনিটি কিনিকগুলো বন্ধ করে দিবেন এবং আওয়ামীলীগ সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচী বন্ধ করে দিবেন। বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন- এখনো সময় আছে, জামায়াত-শিবিরকে আপনার জোট থেকে বের করে দেন, নতুবা জনগন আপনাকে ছাড়বে না।
জনসভায় ভাষন দেয়ার আগে প্রধানমন্ত্রী সভামঞ্চে সুইচ টিপে ৫০ শয্যায় উন্নীত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২৫০ শয্যায় উন্নীত মৌলভীবাজার সদর হাসপাতাল এর বর্ধিত ভবন, আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র (রাডার স্টেশন) ও পলি টেকনিক্যাল ইনস্টিটিউট উদ্বোধন এবং চীফ জুডিশিয়াল ভবন, জাতীয় মহিলা সংস্থা ভবন ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।