বাবর আলী বাবু , মহেশপুর,
তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে: ০৪ আগষ্ট’১২ মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া সিআরসি ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে পরিবেশের ভারসাম্য রÿার জন্য তাল গাছ রোপন অভিযান শরু করা হয়েছে। ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া কমিউনিটি রিসোর্স সেন্টার ও মহেশপুর উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে মান্দারবাড়ীয়া ইউনিয়নে তাল গাছ রোপনের জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মান্দারবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান হোসেন জগলুল পাশা। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের এলাকা সমন্বয়কারী কামরম্নজ্জামান। অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ, সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, এলাকার গণমাণ্য ব্যক্তিবর্গ ও কৃষক ভাই বোনেরা উপস্থিত ছিলেন।
উদ্বুদ্ধকরণ আলোচনা সভা শেষে এলাকার বাড়ী বাড়ী ঘুরে সংগ্রহকৃত ১ হাজার তালের আঠি বাথানগাছী গ্রামের রাসত্মার দু’ধারে ও ঈদগাহ মাঠে রোপন করা হয়। তালের আঠি রোপন উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার ও ইউপি চেয়ারম্যান। এলাকার সাধারণ মানুষ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহনের মাধ্যমে রাসত্মার ধারে ও ঈদগাহে তালের আঠি গুলি রোপন করেন।