দীর্ঘ বিরতির পর আবারো ভারতের রাজনীতির মঞ্চে ফিরলেন প্রিয়াঙ্কা গান্ধি। ক্ষমতাসীন কংগ্রেস পার্টির পক্ষে বেশ কিছু নতুন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি।
কংগ্রেস সূত্র জানায়, সোনিয়া গান্ধির অনুপস্থিতিতে রায় বেরেলির সংসদীয় আসনের দেখাশুনার কাজ করবেন গান্ধি পরিবারের এই কন্যা।
এ ছাড়া, নয়াদিল্লিতে ‘জনতার দরবার’-এ জনগণের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নেবেন প্রিয়াঙ্কা। এর আগে, ২০১১ সালে ভারতের উত্তর প্রদেশে কংগ্রেসের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান প্রিয়াঙ্কা গান্ধি। ২০০৯ সালের সাধারণ নির্বাচনে আমেথি ও রায় বেরেলিতে মা সোনিয়া গান্ধি ও ভাই রাহুল গান্ধির সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন প্রিয়াঙ্কা।#