অসিম মোদক ও বাবর আলী বাবু মহেশপুর থেকে,
রবিবার বিকাল ৫টায় মাদক দ্রব্য নিয়নন্ত্র অধিদপ্তরের টিম মহেশপুরের একটি হোটেলের রান্না ঘরের চুলার নিচে লুকিযে রাখা ১২বোতল ফেনসিডিল সহ হোটেল মালিক ছামুকে আটক করেছে।
এলাকাবাসী জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বিকালে মহেশপুর পোস্ট অফিস মোড়ের মডার্ণ হোটেল এন্ড রেষ্টুরেন্টের হানা দিয়ে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার ও হোটেল মালিক ছামুকে আটক করে। হোটেল মালিক ছামু দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার নামে মাদক ব্যবসা করে আসছিল বলে জানা যায়। এঘটনায় মাদকদ্রব্য মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।