গতকাল শুক্রবার বিকালে ঝিনাইদহের মহেশপুর পুরাতোন সোনালী ব্যাংক চত্বরে পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংগঠক ডাঃ নিয়ামত আলীর শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামীলীগে সহ-সভাপতি মহিবুল আলম চৌধূরী মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংগঠক শেখ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কাজী আব্দুস ছাত্তার, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেচ্ছা সেবকলীগের আহবায়ক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ডাঃ হাসানুজ্জামান আলীম, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম, এ আসাদ প্রমুখ।