নাটোরের সিংড়া উপজেলার দুঃস্থ ও অসহায় মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের আর্থিক সহযোগিতার জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিল গঠিত হয়েছে। সোমবার ইউএনও আব্দুলস্নাহ হারম্ননের উদ্যোগে এই কল্যাণ তহবিল গঠন করা হয় এবং প্রমথ দিনেই বিভিন্ন উপজেলার কর্মকর্তার একদিনের বেতন সংগ্রহ করে পঞ্চাশ হাজার টাকা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছে হসত্মামত্মর করা হয়।
ইউএনও আব্দুলস্নাহ হারম্নন জানান, মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডারকে সদস্য সচিব এবং স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে উপদেষ্টা করে ৯সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার (অর্থ), মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার, সহকারী কমিশনার (ভুমি), সমাজসেবা কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।
তিনি আরও জানান, ইউএনও এবং মুক্তিযোদ্ধা কমান্ডারের যৌথ স্বাÿরে কল্যাণ তহবিলের ব্যাংক হিসাব পরিচালিত হবে।