ঢাকা ডেস্ক রিপোর্ট:
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে কাল সোমবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি। ইলিয়াসের নিখোঁজের প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে দলটি। আজকের হরতাল শেষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘এভাবে ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করা হবে আর বিএনপি মার খেয়ে যাবে, তা হতে পারে না। বিএনপি নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না, তাই বাধ্য হয়েই হরতালের মতো কঠিন কর্মসূচির পথে যেতে হয়েছে।’
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে সরকারই গুম করেছে। তাই তাঁদের সরকারকেই ফেরত দিতে হবে। তিনি গুম ও হত্যার রাজনীতি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, আজকের হরতালে ঢাকাসহ সারা দেশে ৭২৬ জনকে আটক করা হয়েছে এবং ৬৬৬ জন আহত হয়েছেন।