আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ
কুলাউড়ায় এক প্রবাসীর বড়িতে অগ্নিকান্ডে ৩০ ল টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিস যাওয়ার পূর্বেই বাড়ির মূল্যবান আসবাবপত্র, স্বর্ণ,ফ্রিজ ও টেলিভিশন,ধান চাউল সহ সকল কিছুই পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় পরিকল্পিতভাবে তিগ্রস্থ করার জন্য এ অগ্নিকান্ডের ঘটনা ঘটনানো
হয়েছে অভিযোগ এনে কুলাউড়া থানায় গতকাল শনিবার একটি লিখিত অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী মোছা:রওশন আর খানম। ঘটনাটি গত শুক্রবার রাত ৩ টার দিকে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গৌড়গড়ন গ্রামে ঘটেছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ২০ এপ্রিল শুক্রবার ভোর ৩ টার দিকে কে বা কাহারা প্রেট্রোল ঢেলে বসতগৃহে আগুন দেয়। সাথে সাথে সাথে সব কিছু জ্বলে ভস্মিভুত হয়ে যায়। অল্পের জন্য প্রানে রা পান গৃহে থাকা মহিলারা। আগুনের খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভনোর জন্য চেষ্টা করেন। ফায়ার সার্ভিসকে খবর দিলে কুলাউড়া শহর থেকে ঘটনাস্থল ৬/৭ কিমি দূরবর্তী হওয়ার ফায়ার সার্ভিস যাওয়ার পুর্বেই বাড়ির সকল জিনিস পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে ঘুমন্ত মহিলারা সজাগ হয়ে বসতঘর থেকে বের হয়ে যাওয়ায় অল্পের জন্য মৃত্যুর হাত রা পান। আগুনে বসতগৃহের বাসনপত্র, কাপড়ছোপড়,স্বনের্র অলংকার,মোবাইল,সিলিং ফ্যান,টেবিল ফ্যান,টিভি,ফ্রিজ সহ ধান চাউল,হাস মুরগি সহ প্রায় ৩০ ল টাকার য়তি হয়েছে বলে গৃহকর্তী মোছা:রওশন আর খানম ও প্রবাসী মো:সেলিম আহমদ জানিয়েছেন। এব্যাপারে কুলাউড়া থানা কর্তৃপ অভিযোগটি তদন্তক্রমে ব্যবস্থা গ্রহন করবেন জানিয়েছেন।