ডেস্ক রিপোর্ট:
ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে বিএনপির ডাকে আজ রোববার সারাদেশে ঠিলেঠালা ভাবে হরতাল পালিত হয়েছে। ঢাকা,মৌলবীবাজার,মোড়েল গঞ্জ,মহেশপুর থেকে সংবাদদাতাদের পাঠানো খবর:
আমাদের ঢাকা ডেস্ক রিপোর্টার তারেক এম তারিফুজ্জামান জানান –,রাজধানী ঢাকায় ঠিলেঢালা ভাবে হরতাল পালিত হয়েছে।ঢাকায় সকাল থেকেই বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে, এর অধিকাংশই ঘটেছে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের আশপাশে।
বেলা পৌনে ১১টার দিকে কার্যালয়ের কয়েকশ গজের মধ্যে ফকিরাপুল কাঁচা বাজারের কাছে তিনটি বোমার বিস্ফোরণ ঘটে।
এরপর দুপুর ২টায় একই স্থানে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এর আগে বেলা সাড়ে ১২টায় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আরো তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। তবে কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। হরতালে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও ঢাকার অভ্যন্তরে চলেছে অনেক বাস। বিআরটিসির পাশাপাশি বেসরকারি মালিকানার বাসগুলোও চলতে দেখা গেছে। ঢাকা-গাজীপুর রুটেও বাস চলেছে।
সড়কে প্রাইভেট গাড়ি ছাড়া অটো রিকশা, টেম্পু ও রিকশা চলাচল ছিল অন্য দিনের হরতালে রাজধানীর অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। সচিবালয়সহ বিভিন্ন অফিস ও আদালত ছিল খোলা। তবে কাজ কম হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও ক্লাস হয়নি। রাস্তার মোড়ে মোড়ে প্রচুর সংখ্যক পুলিশ টহল দেখা গেছে। তবে রাস্তাগুলো ছিল প্রায় পিকেটারবিহীন। হরতালের সমর্থনে মিছিলে বাধা দেওয়া হলেও বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল বের করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বিএনপি নেতারা সকাল থেকেই নয়া পল্টনে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। সংসদ ভবনের সামনে বিএনপির সংসদ সদস্যরা মিছিল বের করলে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।
বিএনপি দাবি করছে, ইলিয়াসকে ‘গুম’ করেছে সরকার। তবে সরকারের পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়েছে, বিএনপি নেতাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। আজ সন্ধায় রাজধানির তিনটি জায়গাই বাস এ আগুন দেয় হরতালকারিরা
মোড়েলগঞ্জে হরতাল হয়নি
আমাদের মোড়েলগঞ্জ থেকে প্রতিনিধি জানানঃ বিএনপি নেতা ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে গতকাল রবিবার বিএনপি আহুত হরতাল বাগেরহাটের মোড়েলগঞ্জে পালিত হয়নি। হরতালের সমর্থনে বিএনপি বা তাদের সমর্থনকারী সংগঠনের নেতাকর্মীরা কোন প্রকার পিকেটিং তো দুরের কথা কোন মিছিল, মিটিং বা পথসভাও করেনি। এ বিষয়ে থানা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল হক বাবুল বলেন, হামলা, মামলা ওবিশৃংখলা এড়াতে ঘরোয়াভাবে প্রতিবাদ সভা করা হয়েছে।
মৌলভীবাজারে শান্তিপুর্ন হরতাল পালিত।।আইন–শৃংখলা বাহিনীর কড়া প্রহরা
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে বিএনপির ডাকা রোববারের হরতাল মৌলভীবাজারে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকাল থেকে জেলায় কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। সারাদিন কিছু-কিছু ব্যাংক-বীমা, অফিস-আদালত, খোলা থাকলেও মানুষের উপস্থিতি ছিল কম। হরতালের সমর্থনে মৌলভীবাজারের কোথাও পিকেটিং করেনি দলীয় নেতাকর্মীরা। গত হরতালে জেলা সদর সহ বিভিন্ন উপজেলা সদর সহ গ্রামাঞ্চলে ও পিকেটাররা তৎপর থাকলেও রবিবারের হরতালে তারা ছিল নীরব।তবে শহরের সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল চোখে পড়ার মতো। দুপুর ১২টার দিকে জেলা বিএনপির খালেদা রববানী গ্রুপ ও এম নাসের রহমান গ্রুপ তাদের বিভিন্ন সহযোগী সংগঠন নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করে।
কুলাউড়ায় হরতাল পালিত।।চৌমুহনীতে মিষ্টি বিতরন
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ দেশব্যাপী ইলিয়াছ আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে বিএনপিসহ ১৮ দলীয় জোট আহুত সকাল-সন্ধ্যা হরতালে আজ কুলাউড়া শহরে সকাল থেকে কয়েকদফা মিছিল হয়েছে। দুরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। রিক্সা সিএনজিও প্রায় চলেনি। দুপুরে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে বহিষ্কৃত সাবেক স্বতন্ত্র এমপি ও পিডিপি নেতা এম এম শাহীনকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে দপ্তর সম্পাদক রুহুল কবির রিজবী আহমদের মাধ্যমে বের করে দেওয়ার খবর মোবাইল ফোনে পাওয়ার সঙ্গে সঙ্গে কুলাউড়া চৌমুহনীস্থ বিএনপি কার্যালয়ে উপস্থিত নেতা কর্মীদের মধ্যে তুমুল উচ্ছ্বাস দেখা দেয় ও মিষ্টি বিতরন করা হয় এবং সন্ধ্যায় কুলাউড়া চৌমুহনী চত্বরে সকল অঙ্গ সংগঠনের উপস্থিতিতে কুলাউড়ার প্রেসক্লাবসহ সর্বস্তরের সাংবাদিক ও ব্যবসায়ীদের মধ্যে মিষ্টি বিতরন করার ঘোষনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জনাব এম এ মজিদ, পৌর বিএনপির সভাপতি শামীম আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক মুজিবুল আলম সুহেল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রওশন খাঁন, পৌরবিএনপির সহ-সভাপতি আব্দুল আজিম বাবুল, হাজী আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ভুইয়া, উবায়েদ হোসেন চৌধুরী মুহিত, উপজেলা যুবদলের আহবায়ক মুহিবুর রহমান কোকিল, সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল আলী শামীম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মইনুল হক বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুবের আহমদ খাঁন, যুগ্ম আহবায়ক মইন উদ্দিন আকবর, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শামীম আহমদসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, বিগত সংসদ নির্বাচনে চারদলীয় জোট প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট আবেদ রাজা নির্বাচন পরবর্তী সময়ে দলীয় কর্মসূচী যথাযথভাবে পালন করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়া তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহনের মাধমে কুলাউড়া উপজেলা বিএনপিকে সুসংগঠিত করেছেন। কুলাউড়া-কমলগঞ্জ নির্বাচনী এলাকায় নিয়মিত সময় দিয়ে যাচ্ছেন। তিনি কুলাউড়া-কমলগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থেকে সাধারন মানুষের মনজয় করে নিয়েছেন। এডভোকেট আবেদ রাজার নেতেৃত্বে কুলাউড়ায় বিএনপির অবস্থান অতীতের যেকোন সময়ের তুলনায় শক্তিশালী ও ভাল হয়েছে। তাই এমুহুর্তে তৃতীয় কোন ব্যক্তি এসে দলে বিশৃঙ্খলার সৃষ্টি করলে কুলাউড়াবাসী তা মেনে নেবে না।
মহেশপুরে ঢিলে–ঢালাভাবে হরতাল পালিত
মহেশপুর(ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা।
বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল মহেশপুরে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে।
সকাল থেকে দুর পালস্নার কোন গাড়ী ছেড়ে না গেলেও ছোটখাটো যানবাহন চলাচল করেছে আগের মতোই। শহরের দোকনপাট, অফিস-আদালত প্রতিদিনের মতোই খোলা ছিল।
শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা ছিল। এদিকে ঝিনাইদহ জেলা যুবদলের আহবায়ক রওশন বিন কদর মিরন পুলিশের হাতে আটক হওয়ার প্রতিবাদে পৌর বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর যুবদল।