গত চারদিন ধরে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে উদ্ধারে গাজীপুর জেলার পূবাইলে একটি ব্যর্থ অভিযান চালিয়েছে র্যাব-পুলিশের একটি দল। এ সময় তাদের সঙ্গে ইলিয়াসের স্ত্রী তাহসীনা রুশদীর লুনাও ছিলেন। র্যাবের গণমাধ্যম ও আইনী শাখার পরিচালক এম সোহায়েল এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এম সোহায়েল জানান, আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাহসীনা রুশদীর বনানীর বাসায় ডেকে নিয়ে আমাদের জানান, ‘এক ব্যক্তি আমাদের জানিয়েছেন আমার স্বামীকে পূবাইলে আটকে রাখা হয়েছে’। এর উপর ভিত্তি করেই র্যাব ও পুলিশের দল তাকে উদ্ধারে পূবাইলে অভিযান চালায়। কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে এর আশেপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি গোয়েন্দা সংস্থার বিশ্বস্তসুত্র জানিয়েছে, ইলিয়াস আলীর স্ত্রীর নিকট খবর আসে যে, ইলিয়াস আলী গাজীপুরে কোথাও আটক রয়েছেন। এই ধরনের সংবাদের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাজীপুরের বিভিন্ন জায়গায় ব্যাপক তল্লাসী শুরু হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, সাড়ে ৪টা থেকে গাজীপুর সদর উপজেলার কাউলতিয়া ইউনিয়নের জোলারপাড় এলাকায় বেশ কিছু ঘরের তালিকা প্রস্তুত করছেন সাদা পোশাকধারী পুলিশ। এই এলাকায় যারা বৃহত্তর সিলেট সহ দেশের বিভিন্ন জেলা থেকে জায়গা ক্রয় করে বাড়ি ঘর করেছেন তাদের তালিকা করা হচ্ছে।সারা জেলায় গোয়েন্দা নজরদারী ও অনুসন্ধান চলছে। স্পর্শকাতর জায়গাগুলোতে সাদা পোষাকে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। পূবাইল বাজার সংলগ্ন বড় কয়ের গ্রামের ১৭টি বাড়িতে তল্লাশী চালায় র্যাব।
উল্লেখ্য, এর আগে আজ দুপুরেও র্যাব-এর একজন মেজর ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনার তদন্তে তার বনানীর বাসায় যান। সেসময় তিনি তাহসিনা রুশদীর সঙ্গে বিস্তারিত কথা বলেন।
গত ১৭ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে নিখোঁজ হন ইলিয়াস আলী। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় বৃহস্পতিবার সিলেটে পালিত হয়েছে হরতাল। আগামীকাল একই কারণে সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি।