তারেক এম তারিফুজ্জামান,ঢাকা ২০ এপ্রিল:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এয়ার কমোডর (অব.) মোহাম্মদ জাকিউল ইসলাম পদত্যাগ করেছেন। তবে এ ব্যাপারে কেউ কিছুই জানেন না বলে বিমান সূত্রে জানা গেছে।
শুক্রবার রাতে বিমানের পরিচালনা পর্ষদের সভায় তাঁর এই পদত্যাগের বিষয়ে আলোচনা হয়।
বিমান সূত্র জানায়, বেশ কয়েকদিন আগেই ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকিউল ইসলাম বিমানের চেয়ারম্যানের কাছে তাঁর পদত্যাগ পত্র জমা দেন। তবে বিষয়টি গোপন রাখা হয়। আজ রাতে পরিচালনা পর্ষদের সভার পর বিষয়টি জানাজানি হয়।
বিমানের মুখপাত্র মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোহাম্মদ মোশাররফ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘এমডির পদত্যাগের বিষয়ে আমরা কিছুই জানি না।’