সিংড়া (নাটোর ) প্রতিনিধি:
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসষ্ট্যান্ডে সিএনজি (অটোরিকসা) ও ভুটভুটি শ্রমিকদের বিরম্নদ্ধে শুক্রবার বেলা ১১টায় মহাসড়ক অবরোধ করে ধর্মঘট পালন করেছে বাস মালিক ও মোটর শ্রমিকরা। বিকেলে বিরোধ মিটিয়ে দেওয়ার অশ্ব^াস দিলে অবরোধ তুলে নেয় তারা।
সিংড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম জানান, জামতলী-বামিহাল সড়কের বিনগ্রাম এলাকায় সিএনজি ও ভুটভুটি শ্রমিকরা সকালে এম পি শিশির (যশোর-ব ১৩৮৪) পরিবহন সহ কয়েকটি বাসের শ্রমিকদের মারপিট করে ফিরিয়ে দেয়। এঘটনার প্রতিবাদে বেলা ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসষ্ট্যান্ডে টায়ারে আগুন ধরিয়ে দিয়ে মহাসড়ক অবরোধ করে বাস মালিক সমিতি ও মটর শ্রমিকরা। এসময় সড়কের দুই দিকে প্রায় শতাধিক ট্রাক,বাস ও বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং শত শত যাত্রীকে দূর্ভোগে পরতে হয়। প্রায় ১ঘন্টা অবরোধের পর ওসি ফয়জুর রহমান ও শ্রমিক নেতাদের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
সিংড়া থানার ওসি ফয়জুর রহমান বলেন, বিকেলে সিএনজি ও বাস শ্রমিকদের বিরোধ মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।