আব্দুল কাদের, পুড়াপাড়া (যশোর) সংবাদদাতা ::
বাংলা নববর্ষ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজার একতা ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল(২০/০৪/১২) কাটগড়া মাধ্যমিক বিদ্যালয় এর খেলার মাঠে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে পুরস্কার এবং দুস্থ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা ও বস্ত্র বিতরণ করা হয় । সমিতির সভাপতি জনাব মোঃ রুজিন আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মান্দার বাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব এসএস হোসেন জগলুল পাশা বলেন- পুড়াপাড়া বাজার একতা ব্যবসায়ী সমিতি দুস্থ ও প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ টাকা ও বস্ত্র বিতরণ করে এক মহতি কাজ করেছে। সমাজের অসহায় ছেলে মেয়েরা যাতে লেখা পড়া করতে পারে তাঁর জন্য ব্যবসায়ী সমিতির পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহববান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ তোতা মিয়া, মান্দার বাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব হারুন অর রশিদ, স্থানীয় ইউপি সদস্য জনাব মোঃ আলা উদ্দীন, জনাব আঃ মুন্নাফ, আব্দুল মজিদ,আমিনুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, শফিকুল ইসলাম শফি, আব্দুল আজিজ, আবুল কাশেম, স্বপন মিয়া প্রমুখ।