কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুর থানা ও পৌর যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে। স্থানীয় মডেল প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক। সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবদলের আহবায়ক রওশন বিন কদর। প্রধান বক্তা ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহসান কবির রনক এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম এবং পৌর সভাপতি সাহউদ্দিন বুলবুল সিডল। বক্তব্য রাখেন, আব্দুর রাজ্জাক, ফারুক হোসেন খোকন, মনোয়ার হোসেন রতন, মিজানুর রহমান, মীর ফজলে এলাহী, ইকরামুল হক, হারুণ-অর-রশিদ, রুস্তম কবির, ফয়েজ আহমেদ, তুফান, আশরাফুজ্জামান খান মুকুল, মাহফুজুল আলম মামুন, কামাল হোসেন, ফারুকুল আলম শেকা, প্রমুখ। সভায় মোহাম্মদ আলীকে সভাপতি, সাজ্জাদুল আলম লিটন সাধারণ সম্পাদক এবং সাজ্জাদ হোসেন সাজুকে সাংগঠনিক সম্পাদক করে ১শ’ ১ সদস্য বিশিষ্ট উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়। কিন্তু একাধিক প্রার্থী হওয়ার কারণে পৌর কমিটি গঠন স্থগিত করা হয়েছে।