মোড়েলগঞ্জ থেকে এম.পলাশ শরীফ:
মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে সোশ্যল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্দ্যোগে নতুন জীবন কর্মসূচী সর্ম্পকে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ৯ টার দিকে খাউলিয়া ইউনিয়নের এস,পি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সন্ন্যাসী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের শিÿার্থী ও স্থানীয় জনগনের অংশগ্রহনে এক বর্নাঢ্য র্যালী বাজার প্রদÿÿণ করে। র্যালী শেষে খাউলিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এস ,ডি,এফ’র নতুন জীবন কর্মসূচী সম্পর্কে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ গোলাম মোসত্মফা খান, জেলা কর্মসূচী অফিসার কবির আনোয়ার, মুক্তিযোদ্ধা আবুল হোসেন ফকির, শিÿক মোশারফ হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুল মালেক তালুকদার প্রমুখ। নতুন জীবন কর্মসূচী হিসেবে তারাবলেন দরিদ্র ও হতদরিদ্রদের নিয়ে শক্তি শালি গ্রাম সংগঠন তৈরী ও সামর্থ বৃদ্ধি, টেকসই জীবিকায়নের জীবন মানের উন্নয়ন ঘটানো এবং দূর্যোগ ঝুঁকিহ্রাস করে জীবন ও সম্পদের ÿতি কমিয়ে আনা তাদের মূল লক্ষ্য