তারেক এম তারিফুজ্জামান,ঢাকা ডেস্ক, ১৯ এপ্রিল:
গত দুদিন বাজারে দরপতন বিনিয়োগকারীদের মধ্যে একটু ছন্দপতন হলেও কোন হতাশার ছাপ পরিলÿÿত হয়নি কোন বিনিয়োগকারীর মধ্যে। বরং এ দরপতনকে স্বাভাবিকভাবে গ্রহন করেছে সবাই। গতকাল বাজারে প্রথম লেনদেন হওয়া পদ্মা ইন্সুরেন্সের (আইপিও) শেয়ার বিক্রি করে ৮০ হতে ৯০ হাজার টাকা মুনাফা করেছে অনেকে। আর এরই প্রভাব লÿ্য করা গেছে ইউনিক হোটেল এন্ড রিসোটের আইপিওতে আবেদন কারীদের দীর্ঘÿণ লাইনে দাঁড়ায়ে আবেদন জমা দিতে।
প্রায় সোয়া একবছর অব্যাহত দর পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরম্ন করেছে দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা ষ্টক একচেঞ্জ (ডিএসই)। নানান চড়াই উৎরাই পেরিয়ে মতিঝিলের রাজপথ যেভাবে গরম ছিল, ঢাকা ষ্টক একচেঞ্জের নতুন নেতৃত্ব দবায়িক্ত নেওয়ার পর হতে স্বাভাবিক প্রক্রিয়ার বাজার আবার সুস্থ ধারায় ফিরতে শুরম্ন করেছে।
প্রতিদিন নতুন নতুন বিনিয়োগকারী আসতে শুরম্ন করেছে পুঁজিবাজারে। বাজার তার আপন পথে ছন্দ তুলে ছুটতে শুরম্ন করেছে। নতুন হাসি হাসতে শুরম্ন করেছে পূঁজি হারানো লাখো বিনিয়োগকারী।
গতকালের দরপতনের পর আজ ঢাকা ষ্টক একচেঞ্জ (ডিএসই),তে লেনদেন হয়েছে ৭৭৯ কোটি টাকা। আজ ডিএসইর সাধারণ সূচক ১১২ পয়েন্ট কমে ৫৩৬৭ তে অবস্থান করছে। মোট ২৬৫ টি কোম্পানী ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪ টির, দাম কমেছে ২৩৪ টির, আর অপরিবর্তিত রয়েছে ৭ টি কোম্পানীর শেয়ারের দাম।