আবদুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ
মৌলভীবাজারে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে শহরের সবকটি দোকান-পাঠ বন্ধ ছিল
। সকাল ৯টা পর্যন্ত শহরের কোথাও কোনো পিকেটারকে পিকেটিং করতে দেখা যায়নি। তবে ১০টার পর থেকেই বিএনপি নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের করে। এতে জেলা বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের শহরের মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনীর (পুলিশ) লোকজনকে মোতায়েন করা হয়। তবে বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লর কোনো যানবাহন ছেড়ে যায়নি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই হরতাল পালিত হচ্ছে।এদিকে হরতাল থাকায় মৌলভীবাজারে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।