তারেক এম তারিফুজ্জামান,ঢাকা ডেস্ক,১৯ এপ্রিল:
ব্যাপক সংঘর্ষ, বোমার বিষ্ফোরণ, পুলিশের এ্যাকশন, বিএনপির নেতা কর্মীদের জালাও পোড়াও দিয়ে শেষ হলো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোজ হওয়া প্রতিবাদ সমাবেশ।
সংঘর্ষে আহত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরম্নল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরম্নল ইসলাম, মির্জা আববাস, আমানউলস্নাহ আমান, খাইরম্নল কবির খোকন, রিজভী আহমেদ, মওদুদ আহমেদসহ শতাধিক নেতাকর্মী।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। আর এসময় বিএনপি কর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে।একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ছুড়তে থাকে ।এতে পুরো এলাকায় ধোয়া ছড়িয়ে পড়ে, আহত হয় বিএনপির নেতাকর্মী ছাড়াও অনেক পথচারী।
বিএনপির নেতারা অভিযোগ করছেন পুলিশ তাদের শামিত্মপুর্ণ সমাবেশে লাঠিচার্জ করে। সন্ধা ৬ টার দিকে বেশ অনেকগুলি বোমার বিষ্ফোরণ ঘটে। বিএনপি কার্যালয়ের পাশে মসজিদের গলি হতে বোমা গুলো ছোড়া হয়।
বিএনপির নেতা কর্মীরা রাজারবাগ পুলিশ লাইনের কাছে একটি পুলিশের পিকআপ, একটি নোহাগাড়ি ও একটি যাত্রীবাহি বাসে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিএনপির কার্যালয়ে অবরম্নদ্ধ অবস্থায় প্রেসবিফিং করেন বিএনপি নেতা মওদুদ আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ বিনা উস্কানিতে মিছিলে হামলা চালিয়ে আমাদের নেতা কর্মীদের আহত করেছে। সরকারের নির্দেশে এ হামলা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন সরকার ইলিয়াস আলীকে গুম করে আমাদের শামিত্মপূর্ণ সমাবেশে বাধা দিচ্ছে। বিএনপি আগামী রোববার দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে।