ঢাকা ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের ওপর চার সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত কেন জনস্বার্থবিরোধী বলে বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
আজ বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে এ নিষেধাজ্ঞা আরোপ করেন।
চার সপ্তাহের মধ্যে বিবাদী যুব ও ক্রীড়াসচিব, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের পাকিস্তানে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল হোসেন মিয়াজী ও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক খন্দকার দিদার-উস সালাম রিট আবেদনটি করেন। আবেদনে ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়