বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ‘১৮ দলীয় জোট’ নামে নতুন এক মোর্চা গঠনের ঘোষণা দিয়েছেন।
আজ (বুধবার) বিকাল ৪টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নতুন এই জোটের ঘোষণাপত্র পাঠের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। গতরাতে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক বৈঠকে ওই ঘোষণাপত্রে স্বাক্ষর করেন নতুন রাজনৈতিক জোটে অঙ্গীভূত শরিক সংগঠনগুলোর প্রধানরা। নতুন জোটের এ ঘোষণাপত্রটি ৭ মার্চ চারদলীয় জোটের এবং ৮ মার্চ মধ্যরাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে অনুমোদন করা হয়।
জোটে অন্তর্ভূক্ত দলগুলো হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী, ডেমোক্রেটিক লীগ (ডিএল) ও পিপলস লীগ।
১৯৯৯ সালের ৩০ নভেম্বর তত্কালীন আওয়ামী লীগের ‘ঐকমত্যের সরকারের’ বিরুদ্ধে আন্দোলন জোরদারের লক্ষ্যে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট গঠনের ঘোষণাপত্র প্রকাশ করা হয়। ওই ঘোষণাপত্রে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর তত্কালীন আমির অধ্যাপক গোলাম আযম, জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক স্বাক্ষর করেন। গত ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ থেকে জোট সম্প্রসারণে আনুষ্ঠানিক ঘোষণা দেন খালেদা জিয়া।