ঠাকুরগাঁও প্রতিনিধি :
গতকাল বুধবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রিলিফ ইন্টারন্যাশনালের উদ্যোগে এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আখতার হোসেন রাজা। বক্তব্য দেন অনুষ্ঠানের সমন্বয়ক মোঃ আব্দুল লতিফ, সৈয়দ মেরাজুল হোসেন, মজিবর রহমান খান, এস এম জসিমউদ্দিন, লুৎফর রহমান মিঠু, বদরুল ইসলাম বিপব প্রমুখ। বক্তাগন বাংলাদেশসহ উন্নত বিশ্বের সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘন বিষয় সমুহ তুলে ধরে তীব্র সমালোচনা করেন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার উপর গুরুত্ব দেন। মত বিনিময় সভায় জেলা শহরের প্রায় ২০ জন সাংবাদিক অংশ নেন।