নাটোরের সিংড়ায় রোড ডাকাতি ও মোটর সাইকেল ছিনতাই এর প্রস্ত্ততিকালে নাটোর-বগুড়া মহাসড়কের সাতমাইল এলাকা থেকে ৪কিশোরকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার পুঠিমারী গ্রামের হাচেন আলীর ছেলে সেন্টু মন্ডল (১৯), সাখাওয়াত হোসেনের ছেলে ইমন আহমেদ (১৯), গুলবাহার সরদারের ছেলে সোহেল রানা (১৮) ও সোনাপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে সেলিম হোসেন (১৮)।
সিংড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাদত হোসেন জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১২টায় নাটোর-বগুড়া মহাসড়কের সাতমাইল নামক এলাকায় ডাকাতির প্রস্ত্ততিকালে ওই ৪কিশোরকে আটক করা হয়। এসময় তাদের কাছে ধারালো অস্ত্র, হাতুরী ও রশি পাওয়া যায়। আটককৃতরা ডাকাতির প্রস্ত্ততির কথা স্বীকার করেছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম ফয়জুর রহমান জানান, এঘটনায় সিংড়া থানায় একটি মামলা করা হয়েছে।
তবে আটককৃত কিশোর ইমন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, তারা ৪বন্ধু রাতে সোনাপুর পমগ্রাম জালসা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে পুঠিমারী গ্রামের আশরাফুল ইসলাম দরবেশের ছেলে আলমগীর কবির জয় তাদের রোড ডাকাতি কাজে বাধ্য করেছে।