ঢাকা ডেস্ক:
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে আগামী রোববার সারাদেশে হরতাল ডেকেছে দলটি।
(বুধবার) রাতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশব্যাপী হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে একই দাবিতে স্থানীয় বিএনপি সিলেটের চারটি জেলায় আগামীকাল হরতাল ডাকে এবং এ হরতালের প্রতি কেন্দ্রী বিএনপিসমর্থন দিয়েছে। সিলেটের স্থানীয় বিএনপি’র ঘোষণায় বলা হয়েছে, সরকার ইলিয়াস আলীর সন্ধান দিতে ব্যর্থ হলে আগামী রোববার থেকে সিলেটে লাগাতার হরতাল পালন করা হবে। সিলেটের কোর্ট পয়েন্টে আজ (বুধবার) আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা বলেন,ইলিয়াস আলীর সন্ধান না পাওয়া গেলে সিলেট থেকে সরকার পতন আন্দোলন শুরু হবে।
রাজধানীর ঢাকার বনানী থানা এলাকা থেকে গতকাল (মঙ্গলবার) মধ্যরাতে নিখোঁজ হন সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার। রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর প্রাইভেটকারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বিএনপি এর জন্য সরকারকে দায়ী করলেও র্যাব ও গোয়েন্দা পুলিশ বলছে, ইলিয়াস আলী তাদের হেফাজতে নেই।
গত কয়েক বছরে বাংলাদেশে বেশ কয়েকটি চাঞ্চল্যকর নিখোঁজের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকার বিএনপি কমিশনার চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার ঘটনা অন্যতম।