সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় সোমবার বিকেলে হেলাল উদ্দিন (২২) নামের এক বিএনপি কর্মীকে পিটিয়ে গুরম্নতর আহত করেছে আ’লীগ নেতা কর্মীরা। আহত হেলাল উদ্দিন উপজেলার পাকুরিয়া গ্রামের মৃতঃ তনজি প্রামানিকের ছেলে।
জানা যায়, বিএনপি কর্মী হেলাল উদ্দিন সোমবার বিকেল ৫টায় উপজেলার পাকুরিয়া বাজার থেকে জামতলী যাওয়ার পথে ইটালী ইউনিয়ন আ’লীগ নেতা কর্মী শফিক, হোসেন, আলিফ ও সোহাগের নেতৃত্বে ৮থেকে ১০জনের সংঘবদ্ধ দল রাসত্মায় লাটি সোটা দিয়ে পিটিয়ে গুরম্নতর আহত করে। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে।
আহত হেলাল উদ্দিন জানান, কয়েক দিন আগে পাকুরিয়া বাজারে কেরাম খেলাকে কেন্দ্র করে আ’লীগ কর্মী শফিকের সাথে তার ঝামেলা হয় আর এর পর থেকেই তাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়া হচ্ছিল। সে আরও জানান, তাদের ভয়ে প্রায় এগার দিন সে বাড়ি থেকে বের হতে পারেনি। সে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে।