মোড়েলগঞ্জ(বাগেরহাট)১৭এপ্রিলঃ
মোড়েলগঞ্জের গুয়াতলা গ্রামের আ. লতিফ হাওলাদার সাইক্লোন শেল্টারে আশ্রয় ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক এক মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জোহর আলী উক্ত মেলার উদ্বোধন করেন। আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো.জোহর আলী ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামূল হক রিপন,নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম শরীফ প্রমুখ। মেলায় বিভিন্ন বেসরকারী সংস্থার মধ্যে রানার দারিদ্র বিমোচন, সিসিডিবি,ওয়ার্ল্ড ভিশন,পি আর বাংলাদেশ,গ্রামীন শক্তি,নূশরা সৌর বিদ্যুৎ,আশ্রয় ফাউন্ডেশন,আশ্রায়ন ব্যবস্থাপনা কমিটি,বিডিপিসি,শিশু কল্যাণ পরিষদ ,দিশা সৌর বিদ্যুৎ প্রকল্প ও আরএসএফ সৌর বিদ্যুৎ বিভিন্ন স্টল নিয়ে তাদের সেবামূলক কর্মকান্ড প্রদর্শন করেছে।